আপনার কম্পিউটারের Hang সমস্যা সমাধান করুন।

অনেকেরই কম্পিউটার মাঝে মাঝে Hang করে এবং restart ছাড়া ঠিক হয় না।তাই আজ আমি আপনাদের জন্য এই tune টি নিয়ে এলাম ।আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটার Hang সমস্যা সমাধান করা যায়। একদম এ সহজ।
তাহলে চলুন কাজ শুরু করা যাক।
১। start Menu থেকে Run এ যান।
২। regedit এবং Enter চাপুন
৩। Hkey_Current_User এ ডাবল ক্লিক করুন।
৪। Control pannel এ ডাবল ক্লিক করুন।
৫। Desktop এ ডাবল ক্লিক করুন।
 ৬।ActiveWndTrackTimeout  এ ডাবল ক্লিক করুন।
৭। Value Data  হিসেবে 0 এর পরিবর্তে 1 লিখে OK  ক্লিক করে বের হয়ে আসুন ।
আশা করি আপনার কম্পিউটার আর hang করবে না ।


BY--  MD RIFAT BIN EMDAD