Server loader
Server loader এমন একটি software যার মাধ্যমে সম্পূর্ন একটি সাইট আপনার কম্পিউটারে ডাউনলোড করে রাখতে পারেন এবং ব্রাউজ করতে পারবেন কোন প্রকার নেট কানেকশন ছাড়াই। তবে এর মাধ্যমে ডাউনলোড হবে শুধুমাত্র html, graphics format এবং java script সহ বেশ কিছু ফাইল-ফোল্ডার।
ব্যবহারবিধি বলতে শুধু এটুকু মনে রাখলেই চলবে যে, টুলটি রান করে New বাটনে ক্লিক করুন, URL এর ঘরে যে সাইটটি ডাউনলোড করতে চান তার ঠিকানা এবং ফোল্ডার এর ঘরে কোথায় সেভ হবে সে লোকেশন দেখিয়ে ok বাটনে ক্লিক।