For this you have to follow below option , So Carefully See these option for your advantage---------->>
প্রথমে জিপি মডেমের ডিফল্ট সফ্টওয়ার এ ওপেন করুন,Tools > Options > Profile Management
Select করুন ।
Select করুন ।
By Default Profile Name : GP-INTERNET Select করা আছে।
এখন অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,এয়ারটেল) ইন্টারনেট ব্যাবহার করতে
নতুন Profile Create করতে ডান পাশের প্যানেল হতে New Select করুন ।
এখন:-
রবি অপারেটরের জন্য:-
Profile Name: Robi-INTERNET
APN Static/APN : internet
Access Number:*99***1# লিখুন
OK সিলেক্ট করে বের হয়ে আসুন।
এখন মডেমে রবি সিম প্রবেশ করিয়ে Connection হতে Profile Name Robi-INTERNETসিলেক্ট করে connect ক্লিক করে রবি ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
এয়ারটেল অপারেটরের জন্য:-
Profile Name: Airtel-INTERNET
APN Static/APN : internet
Access Number:*99***1# লিখুন
OK সিলেক্ট করে বের হয়ে আসুন।
এখন মডেমে এয়ারটেল সিম প্রবেশ করিয়ে Connection হতে Profile Name Airtel-Internetসিলেক্ট করে connect ক্লিক করে এয়ারটেল ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
বাংলালিংক অপারেটরের জন্য:-
Profile Name: Banglalink-WEB
APN Static/APN : blweb
Access Number:*99***1# লিখুন
OK সিলেক্ট করে বের হয়ে আসুন।
এখন মডেমে বাংলালিংক সিম প্রবেশ করিয়ে Connection হতে Profile Name Banglalink-web সিলেক্ট করে connect ক্লিক করে বাংলালিংক ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
টেলিটক অপারেটরের জন্য:-
টেলিটক অপারেটরের service দুই প্রকার তাই এর জন্য সেটিং ২ টী দেয়া হল।
Service Type – No Use No Pay
APN Static/APN :wap
IP=192.168.145.101
Port (optional)=9201
Service – Monthly/Daily Unlimited
APN Static/APN : gprsunl
IP=192.168.145.101 (Advanced settings)
Port (optional)=9201
বি.দ্র. অনেক সময় অন্য অপারেটরের সিম দিয়ে নেট চালাতে গেলে পাসকোর্ড
চায়,আপনি গ্রামীনফোনে কাস্টমার কেয়ারে গিয়ে IMEI নম্বর দিলে তার আপনার
মডেমের পাসকোর্ড দিয়ে দিবে